ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময়
ফরিদপুর প্রতিনিধি
মহাসড়কে দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা করেছে ফরিদপুর জেলা হাইওয়ে পুলিশ (মাদারীপুর রিজিওন)। রবিবার বেলা ১১টায় হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মালুফ হোসেন, করিমপুর হাইওয়ে থানার ওসি শাহিনুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, প্রবীণ সাংবাদিক পান্না বালা, জুবায়ের জাকির, মশিউর রহমান খোকন, আনোয়ার জাহিদ, সঞ্জীব দাস, সেলিম মোল্লা প্রমুখ।
সভায় মহাসড়কে দুর্ঘটনারোধে নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান। মতবিনিময় সভায় ফরিদপুর ও রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।