মাসা আমিনির মৃত্যুবার্ষিকীতে তার বাবা গ্রেফতার
অনলাইন ডেস্ক
ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন মাসা আমিনির বাবা। এক বছর আগে এই দিনে নৈতিক পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছিল মাসা আমিনির। অবশ্য তার বাবাকে গ্রেফতারের পর আবার ছেড়ে দিয়েছে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। খবর রয়টার্সের।
গত বছর হিজাব পরিধানের বিধান লঙ্ঘন করার অভিযোগে ২২ বছর বয়সী তরুণী মাসা আমিনিকে গ্রেফতার করে দেশটির নৈতিকতা পুলিশ। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। মাসা আমিনির মৃত্যুর পরই বিক্ষোভে ফেটে পড়ে ইরানের হাজার হাজার মানুষ যা কয়েক মাস ধরে চলেছিল। এতে শত শত মানুষ নিহত হয়েছিল।
মাসা আমিনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকে তাকে স্মরণ করে যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে প্রশাসন। ঠিক গত বছর বিক্ষোভ ছড়িয়ে পড়লে তা কঠোর হাতে যেমন দমন করেছিল ইরান সরকার।
বিক্ষোভকে কঠোর হাতে দমন করার কারণে বিশ্বব্যাপী ইরান সরকারের কঠোর সমালোচনা করা হয়। তবে সেই সমালোচনায় কান দেয়নি ইরান সরকার।