রাবিতে ছাত্রলীগের প্রচার মিছিল
রাবি প্রতিনিধি
২৬তম বার্ষিক সম্মেলন সফল করতে প্রচার মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। রবিবার দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের একান্ত সহযোগিতা কাম্য। এছাড়া নতুন কমিটির নেতৃত্বে যারা আসবে, তারা যেন সুষ্ঠুভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে
সেজন্য সংশ্লিষ্টদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা দক্ষ, যোগ্য, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সক্ষম, প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সক্ষম হবে এমন কাউকে নতুন কমিটির নেতৃত্বে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশু, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম দুর্জয়, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মমিন ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু, সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদসহ বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।