রাবিতে ডীনস অ্যাওয়ার্ড পেলেন ১৪ শিক্ষার্থী
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদের ১৪ কৃতি শিক্ষার্থীকে ডীনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।
জানা গেছে, ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ১২টি বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা এই পুরস্কার অর্জন করে। অ্যাওয়ার্ডের পাশাপাশি তাদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
এ শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাহার, ইতিহাস বিভাগের সুবাইশতা নাঈম, ইংরেজি বিভাগের উম্মে কুলসুম প্রসূন, বাংলা বিভাগের মোসা. আইরিন খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোসা. শ্রাবণী আক্তার ও মো. রহমত উল্লাহ, আরবী বিভাগের মো. বায়েজীদ, ইসলামিক স্টাডিজ বিভাগ সাব্বির হোসাইন, সংগীত বিভাগের বিদিতা রায়, নাট্যকলা বিভাগ শাকিবুল হাসান, ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগের আতকিয়া আনতারা, সংস্কৃত বিভাগের মো. মিলন ইসলাম ও প্রতীমা রাণী ও উর্দু বিভাগের সাদিয়া জান্নাত।
পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এ অর্জন নিসন্দেহে গৌরবের। যা আগামীতে তোমাদের অনুপ্রাণিত করবে। তবে শিক্ষার উদ্দেশ্যে শুধু সিজিপিএ অর্জন করা নয় বরং অন্তরের অন্ধকার দূর করা। তাই এ বিদ্যাপীঠ থেকে যে শিক্ষা লাভ করেছো, সেটা দিয়ে নিজের জীবনের অন্ধকার দূর করার পাশাপাশি সমাজকে আলোকিত করবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সহায়ক হবে এ প্রত্যাশা করি।
সংগীত বিভাগের সভাপতি অধ্যাপক শায়লা তাসমিন ও নাট্যকলা বিভাগের অধ্যাপক মীর মেহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ সহ বিভিন্ন অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।