লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহত
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পিকআপ ও ট্রাকের চাপায় ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার সময় উপজেলার সারপুকুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি লালমনিরহাট জেলা রিপোটার্স ইউনিটের সভাপতি এবং স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলন শেষ করে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের সারপুকুর পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় পাটগ্রাম থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
দেহ ছিন্ন-বিছিন্ন হয় ইউনুস আলীর। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস এসে লাশটি উদ্ধার করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় কর্মরত সাংবাদিকরা সুষ্ঠু বিচারের দাবিতে মহাসড়কে অবরোধ করেন।