সৌদি-ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন : ব্লিনকেন
অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার বলেছেন, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি ‘রূপান্তরমূলক’ চুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, যদিও আমরা এটি নিয়ে কাজ করছি। এটি একটি কঠিন প্রস্তাব হিসাবে রয়ে গেছে মূলত ফিলিস্তিন ইস্যুর কারণে। সাংবাদিকরা একটি সম্ভাব্য চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ব্লিনকেন এই মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি-ইসরায়েল চুক্তি মধ্যপ্রাচ্যে বৃহত্তর স্থিতিশীলতা আনবে। দুই দেশ একে অপরকে স্বীকৃতি দিলে এই অঞ্চলের চারপাশে খুব শক্তিশালীভাবে অনুরণিত হবে।