শিরোপা জয়ে ভারতের উচ্ছ্বসিত প্রশংসায় শোয়েব আখতার
অনলাইন ডেস্ক
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতকে কঠিন চ্যালেঞ্জ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তবে শ্রীলঙ্কার এমন হার দেখে হয়তো কিছুটা বিব্রতও বোধ করেছেন তিনি। হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি এভাবে হেসেখেলে জিতে যাবে ভারত।
শ্রীলঙ্কাকে ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট করে দিয়ে ৩৭ বলের মধ্যে রান তাড়া করে জিতেছে রোহিত-কোহলিরা। পুরো ম্যাচের স্থায়ীত্ব ছিল মাত্র সাড়ে ২১ ওভার। তবে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে শিরোপা জয়ের জন্য ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার।
ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেট দলকে প্রশংসায় ভাসিয়ে শোয়েব বলেন, কী দারুণভাবে ভারত এই টুর্নামেন্টটা জিতেছে। আগের ম্যাচের (বাংলাদেশের সঙ্গে পরাজয়) পর মনে হচ্ছিল, ভারতকে আন্ডারডগ দেখাতে পারে। কিন্তু তেমনটা হয়নি। ভারতকে টুপিখোলা অভিবাদন। ভারত, তোমরা দারুণভাবে জিতেছ।