ওসিকে প্রত্যাহার করায় সাধুবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর চারঘাট থানার প্রত্যাহার হওয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে তিনি এক মাদক মামলার আসামির স্ত্রীর কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবি করেন। এছাড়া বলেন, ‘নির্বাচন করতে মন্ত্রী (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে গাইবান্ধা থেকে চারঘাট থানায় নিয়ে এসেছেন। আমি তার কথা ছাড়া আর কারও কথা শুনি না।’
ফাঁস হওয়া অডিওতে চারঘাট থানার ওসির মন্তব্যের জবাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমরা শতশত সুপারিশ করি; মানুষের দাবিতে করতে হয়। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, ১৫ বছরে কেউ বলতে পারবেন না, আমার নির্বাচনী এলাকায় কোন কর্মকর্তাকে বদলি করতে হবে বা কাউকে বদলি করে দিতে হবে। আমি এমন কখনই করিনি। পুলিশ প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে তাদের সাধুবাদ জানায়। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চারঘাটের ওসি মাহবুবুল আলমের অডিও ক্লিপ ফাঁসের পর রাজশাহী জেলা পুলিশে তোলপাড় শুরু হয়। রাতেই তাকে চারঘাট থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করেন জেলা পুলিশ সুপার। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।