পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনায় রফিক ওরফে আব্বুয়া (১৮) নামে এক রোহিঙ্গা ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আটক রফিক ওরফে আব্বুয়া একই ক্যাম্পের বাসিন্দা ব্লক এইচ, শেড নম্বর ৬১৬/০৬, এমআরসি নম্বর ৬১৩৫৯ নুর হোসেনের ছেলে। সে ক্যাম্পে ডাকাত কামাল বাহিনীর সক্রিয় শীর্ষ সন্ত্রাসী।

১৬ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর বলেন, ক্যাম্পে জকিরের ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় শীর্ষ ডাকাত কামাল বাহিনী নাশকতার পরিকল্পনা করছে, এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে।
নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করা হয়। আটক রোহিঙ্গার কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার গান উদ্ধার এবং অভিযানকালে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত পূর্বক ধ্বংস করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ডাকাতের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *