ভারতের বিরুদ্ধে শিখ নেতা হত্যার অভিযোগ জাস্টিন ট্রুডোর

অনলাইন ডেস্ক

ভারতের বিরুদ্ধে এক শিখ নেতাকে হত্যার ‘গুরুতর অভিযোগ’ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় এক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন শিখ সম্প্রদায়ের নেতা হারদীপ সিং নিজ্জার।

দেশটির স্থানীয় সময় সোমবার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতীয় সরকারের এজেন্টরা জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ায় শিখ সম্প্রদায়ের এক নেতাকে হত্যা করেছিল।

ট্রুডো বলেন, হারদীপ সিংকে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়টি চলতি মাসের শুরুতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি। কানাডীয় সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় বংশোদ্ভুত অনেক কানাডীয় এ হত্যাকাণ্ডে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় তারা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় কানাডা থেকে ভারতের গোয়েন্দা প্রধানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে এটি আমাদের সার্বভৌমত্ব এবং দুই দেশের মধ্যেকার সবচেয়ে প্রাথমিক নিয়ম লঙ্ঘনের ঘটনা হবে। এ কারণে আমরা একজন শীর্ষ ভারতীয় কূতনীতিককে বহিষ্কার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *