২০ মাস পর ভারতের ওয়ানডে দলে অশ্বিন

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজকে সামনে রেখে সোমবার পৃথক দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে ২০ মাস পর দলে জায়গা পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে। ১১৩ ওয়ানডেতে এ অফ স্পিনারের উইকেট ১৫১টি।

২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে খেললেও গত আসরে ছিলেন না তিনি। যদিও মাঝে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন। কিন্তু এবারের বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে। ভারতের বিশ্বকাপ দলে স্বীকৃত কোনো অফ স্পিনারই নেই।
প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। বিশ্রাম পেয়েছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবও। রাহুলের সহকারী করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। দলে আছেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটার।

তৃতীয় ওয়ানডের দলে ফিরবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে থাকা কোহলি-হার্দিকরাও এই ম্যাচে খেলবেন। খেলার মতো ফিট হয়ে উঠতে পারলে এই ম্যাচ দিয়ে আবারও মাঠে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে।

প্রথম দুই ম্যাচের দল: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশন, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

তৃতীয় ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *