নোয়াখালীতে নিহত মুকুলের খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদরের সাহেবের হাট এলাকায় মাদক সন্ত্রাসীদের প্রকাশ্য হামলায় নিহত হুমায়ুন কবির মুকুলের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা।
মানববন্ধনে এলাকাবাসী জানান, সদর উপজেলার আবদুল্লাহপুর গ্রামে মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে প্রতিবাদ করে আসছে নিহত যুবক মুকুল। ঘটনার দিন মাদক নিয়ে কথা কাটাকাটির জের ধরে যুবক মুকুলকে বাবার সামনে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে নিহত হুমায়ন কবির মুকুলকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এলাকাবাসী ও স্বজনরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও জড়িত মাদকসেবীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এসময় শত শত মানুষ এই সন্ত্রাসীদের বিচার দাবি করেছেন। মানববন্ধনে স্থানীয় ইউপি মেম্বার মাহবুবুর রহমান শিহাব, ইউপি মেম্বার কলিম উদ্দিন, নিহতের বাবা আবদুল কাদের, বড় ভাই পলাশ, রাবেয়া আক্তার, তারেক ও রাবেয়া খাতুনসহ দেড় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
নিহত হুমায়ুন কবির মুকুল (৩৫) নোয়াখালী ইউনিয়নের আবদুল্যাহপুর গ্রামের আবদুল কাদেরে ছেলে। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির একটি বাড়ি-একটি খামার প্রকল্পে নোয়াখালীর সেনবাগে মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন।
জেলা ডিবির ওসি নাজিম উদ্দিন বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি র্যাব ও তদন্ত করছে। খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে।