বগুড়ায় জামায়াতের পৃথক বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের খান্দার এলাকায় এই মিছিল বের করা হয়।
মিছিল শেষে সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর দেশের সবকয়টি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে জামায়াত। জাতীয় সংসদে একাধিকবার প্রতিনিধিত্ব করেছে জামায়াত মনোনীত প্রার্থীরা। দেশের প্রতিটি গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় কমিটি রয়েছে। সারাদেশে লাখ লাখ কর্মী-সমর্থক রয়েছেন। আমরা এই রায়কে প্রত্যাখ্যান করে অবিলম্বে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এদিকে, তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এদিন দুপুরে শহরের খান্দার মোড়ে এ ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ করে দলটি। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নেতা আজগর আলী।
এমসয় তিনি বলেন, দমন-পীড়ন করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।