বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ডেঙ্গুতে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদের সুখলাল (৭০) নামে এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪২ এবং বরিশাল বিভাগে ১৮২ জন রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে সব শেষ দৈনন্দিন রিপোর্ট অনুযায়ী, গত সোমবার শের-ই বাংলা মেডিকেলে ৮০ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৩৬৩ জন ডেঙ্গু রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *