রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুইটি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

আটক যুবকের নাম মো. আরিফ উল্লাহ (২৫)। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি একটি উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে কর্মরত।

পুলিশ সুপার জানান, সোমবার রাতে কক্সবাজার শহরের বাঁকখালী নদী সংলগ্ন ৬ নম্বর জেটি ঘাট এলাকায় মহেশখালী থেকে নিয়ে আসা অস্ত্রের একটি চালান নিয়ে কতিপয় লোকজন অবস্থান করছে-এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা কাঁধে ব্যাগ বহনকারী সন্দেহজনক এক যুবককে দেখতে পেয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে পুলিশ আটক করে। এসময় আটক যুবকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি দুইটি বন্দুক। এসব অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য ক্যাম্পে নিয়ে যাচ্ছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *