সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুরভী খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী বরখাস্তকৃত কনস্টেবল মনিরুল ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চরকালীগঞ্জ গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
বিকেলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ নভেম্বর উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুরভী খাতুনের বিয়ে হয় পুলিশ কনস্টেবল মনিরুলের। বিয়ের পর থেকেই মনিরুল তার স্ত্রী সুরভীর সাথে খারাপ আচরণ করতো। ২০২০ সালের ২৭ আগস্ট মনিরুল ছুটিতে বাড়ি আসে। ওইদিন রাতে স্ত্রী সুরভীকে বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন দুপুরে রামকান্তপুর গ্রামের একটি ডোবা থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন সুরভীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে মনিরুলকে পুলিশ আটক করলে আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক এ রায় দেন।