টঙ্গীতে পোশাককর্মীর লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মানসুরা খাতুন (২৮) নামে এক নারী পোশাককর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত মানসুরা গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী উত্তরপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়াজীর মেয়ে। তিনি গাজীপুরা পশ্চিমপাড়া কবির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে হুপলুন পোশাক কারখানায় চাকরি করতেন এবং কারখানা ছুটি শেষে বিভিন্ন বাসায় গিয়ে শিশুদের গান ও নৃত্য শেখাতেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *