ফেনীতে কিশোরের আত্মহত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামের মো. নুরুল আফছার (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছেন। আফছার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা গ্রামের মো. ইউছুপের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) ছিলেন।

জানা যায়, স্থানীয় এক তরুণীর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে গত বৃহস্পতিবার দুপুরে ৩-৪ জন যুবক তাকে এলাকায় কাজের স্থান থেকে তুলে নিয়ে মারধর করেন। মারধরের অপমান সইতে না পেরে আফছার রাগে ক্ষোভে বাড়িতে গিয়ে ঘরে থাকা কীটনাশক ( বিষ) পান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর জেনারেল হাসপালে প্রেরণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এই ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের ভাই শাহাজাহান বাদী হয়ে মো. মহিন উদ্দিন (২৫), মো. রহিম (২২), মো. জসিম উদ্দিনের (৪০) বিরুদ্ধে হত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। আসামিরা তিনজনই উত্তর রাজষপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আফছারের সাথে স্থানীয় এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা অন্যত্র ওই তরুণীর বিয়ে ঠিক করেন। এতে নুরুল আবছার ওই তরুণীর সাথে তোলা ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এতে তরুণীর পিতা স্থানীয় মহিন, রহিমের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তারা নুরুল আফছারকে তার কাজের স্থান থেকে ধরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় আজ শুক্রবার সকালে মো. আফছারের ভাই বাদী হয়ে পরশুরাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *