শিক্ষক রাজীব মীরের পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জবি নীলদলের
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চাকরিচ্যুত প্রয়াত সহযোগী অধ্যাপক মীর মোশাররফ হোসেনের (রাজীব মীর) পরিবারকে আদালতের নির্দেশ অনুযায়ী তার চাকরির সব আর্থিক সুবিধা প্রদানসহ ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল।
বৃহস্পতিবার নীল দলের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এ বিষয়ে উপাচার্যের কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
এর আগে ২০১৭ সালের ১০ জুলাই রাজিব মীরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর তিনি আদালতে রিট করেন। তবে ২০১৮ সালের ২১ জুলাই চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজীব মীর মারা যান। এরপর তার স্ত্রী সুমনা খান রিটটির পক্ষভুক্ত হন।
পরে ওই রিটের আদেশে আদালত রাজীব মীরের বরখাস্তের সিদ্ধান্ত বেআইনি ও অবৈধ ঘোষণা করে। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত বেতন-ভাতাদি পরিশোধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। তবে কয়েকবছর হয়ে গেলেও মৃত রাজীব মীরের পরিবারকে পাওনা বুঝিয়ে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য রাজীব মীরের সহকর্মী আওয়ামীপন্থী শিক্ষকরা দ্রুত পরিবারকে পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জানা