পাকুন্দিয়া পৌরসভার ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ফিতা কেটে এ ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী প্রমুখ।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেসবাহউদ্দিন, পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে স্থানীয় সরকার বিভাগ পাকুন্দিয়া পৌরসভায় তিনতলা (বি-টাইপ) পৌর ভবন নির্মাণের জন্য সোয়া তিন কোটি টাকা বরাদ্দ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *