পুরান ঢাকায় বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

রাজধানীর পুরান ঢাকায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। আজ (রবিবার) পুরান ঢাকার গির্জা গুলো ঘুরে জাঁকজমকপূর্ণ এ আয়োজন দেখা যায়।

বড়দিন উপলক্ষে পুরান ঢাকার বিখ্যাত চারটি গির্জা ঘুরে দেখা যায়, লক্ষীবাজারের হলিক্রস গির্জা, সদরঘাট ব্যাপ্টিষ্ট চার্চ, আরমানিটোলার আর্মেনিয়ান গির্জা ও শাঁখারি বাজারের সেন্ট থমাস চার্চ সমূহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। সেই সাথে রয়েছে নতুন রঙের ছোঁয়া।

গির্জাগুলোতে ভিড় করেছে খ্রিস্টান ধর্মাবলম্বী ছোট – বড় সব ধরনের মানুষ। এ-সময় তাদের একে অপরের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগিসহ নিজেদের ছবি তুলতে দেখা যায়। এছাড়াও অনেকে বসে বসে প্রার্থনা করছেন।
এদিকে প্রতিটি গির্জায় বড়দিন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে সদ্যজাত যীশু, যীশুর মা মারিয়া ও পূর্ণবয়স্ক যীশুর মূর্তি। খ্রিস্টান ধর্মের অনুসারীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।

হলিক্রস গির্জার চার্চ ফাদার ডনেল ক্রুস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ভাতৃত্বের বন্ধনে সবাইকে একত্রিত করার মাধ্যমে গরিব দুঃখী সবার পাশে দাঁড়াতে হবে। এমন মূল বিষয়কে সামনে রেখে আমরা দিনটি উদযাপন করছি।

উল্লেখ্য, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ ডিসেম্বর সারাবিশ্বে পালিত হয় খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না। তবে, আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যীশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *