বেতাগীতে নানা আয়োজনে বড়দিন উদযাপন
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের খ্রিস্টান পল্লীতে কঠোর নিরাপত্তায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৮ টায় উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফাদার প্রণয় প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন।
উপজেলার খ্রিস্টান পল্লীর প্রতিটি বাড়ি-ঘরে সাজসজ্জাসহ বিশেষ খাবার ও কীর্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করার পর্বতো ছিলোই। আগত অন্য ধর্মের অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা। খ্রিস্টান পাড়ার বাসিন্দা এবং বড়দিন উদযাপনের অন্যতম সংগঠক স্বপন গোমেজ বলেন, প্রতিবছরের মতো এবছরও আমরা যিশুখ্রিস্টের আগমনী দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করছি। আজ (রবিবার) সকালে গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, চলবে মধ্যরাত পর্যন্ত। স্বপন গোমেজ বলেন, সুষ্ঠুভাবে বড়দিন উদযাপনে প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, বড়দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। এছাড়া আমরা খ্রিস্টান সম্প্রদায়ের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছি।
উপজেলা নির্বাহী আফিসার সুহৃদ সালেহীন সাংবাদিকদের বলেন, বড়দিন উৎসব উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।