মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা, যুবক নিহত
মানিকগঞ্জের শিবালয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলর অপর দুই আরোহী। নিহতের নাম আলমাস হোসেন, তিনি শিবালয় উপজেলার তেওতা গ্রামের আব্দুস সালামের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবালয় উপজেলার পাটুরিয়া সড়কের কাশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন গণমাধ্যমকে জানান, বিকেলে আলমাস তার দুই সহযোগী সোহেল ও বাচ্চুকে মোটরসাইকেলে নিয়ে পাটুরিয়া থেকে তেওতার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে কাশাদহ ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আলমাসের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত সোহেল ও বাচ্চুকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।