সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৪
সাভারে তৈরী পোশাক কারখানার এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে র্যাব ৪। গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ইন্সেপেক্টর আব্দুল্লাহ।
গণধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিকের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, সাভারের কলমা এলাকায় ওই গার্মেন্টস শ্রমিককে জোর পূর্বক ছয়জন ব্যক্তি একটি মুরগীর খামারে নিয়ে যায়। এসময় সাজ্জাদ হোসেন (২৩), রাজু আহমেদ (২২), রনি গাজী (১৮), সজিব মিয়া (২৩), আব্দুল্লাহ ও মনির মিয়া (২৩) ওই গার্মেন্টস শ্রমিককে হত্যার হুমকি ধামকি দিয়ে গণধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই গার্মেন্টস শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গতকাল রাতে ওই নারী সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ছয় জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং (৭৭)। পরে ভোর রাতে কলমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করে র্যাব ৪।
ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুরজামান বলেন, সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ভুক্তভোগী নারী। পূর্ব পরিচিত এক যুবক তাকে বাসা থেকে ডেকে তার বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানেই কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় কলমা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ৪ আসামির ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।