এ মুহূর্তে সরকারের পতন ছাড়া অন্য আলাপের সুযোগ নেই: আমির খসরু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ মুহূর্তে সরকারের পতন ব্যতীত অন্য কোন আলাপের সুযোগ নেই। কিছু মিডিয়ার লোকজন, পুলিশ, বুদ্ধিজীবী ও সরকারি আমলাদের একাংশ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা হচ্ছে সরকারের দালাল। তিনি বলেন, একটি চক্র গণতন্ত্র বন্ধ করার প্রক্রিয়ার দিকে এগুচ্ছে। নির্বাচন কমিশন সরকারের গঠিত কমিশন তা বাতিল করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক সকল কারাবন্দিদের মুক্তি দিতে হবে, বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে দিতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরিয়ে আনতে হবে, আর তখনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। এর আগে কোন নির্বাচন নিয়ে আলোচনা হবেনা, এখন শুধু পাড়া-মহল্লায় সরকার পতনের আন্দোলন চলবে।

শুক্রবার বিকেলে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বশির ভিলা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, এলডিপির মহসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *