পদ্মায় সাঁতার কাটলেন ২৭ সাঁতারু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। শুক্রবার সকালে নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতাটি নগরীর টি-বাঁধ থেকে শুরু করে সারদা ক্যাডেট কলেজ পদ্মার পাড়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ২৭ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার আয়োজক ক্রীড়া পরিদফতরের উপ-পরিচালক এসএ ফেরদৌস আলম জানান, সাঁতার শেখার আগ্রহ ও সাঁতার সম্পর্কে মানুষকে আগ্রহী করতে এ প্রতিযোগাতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিতে সারাদেশ থেকে নাম করা মোট ৩০ জন সাঁতারু রেজিস্ট্রেশন করেন। কিন্তু অংশ নিয়েছেন মোট ২৭ জন। তারা সকাল ৯টায় টি-বাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। সাঁতার কেটে ২০ কিলোমিটার দূরে চারঘাটে পৌঁছান দুপুর ১টায়।

তিনি বলেন, প্রতিবছর দেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সবাইকে সাঁতার শেখার জন্য আগ্রহী করতে সারাদেশেই কাজ করছেন তারা।
বেঙ্গলস ডলফিন্সের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সরকারি শারীরিক কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *