সরকার সারা দেশকেই কারাগার বানিয়েছে: মির্জা আব্বাস
মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমানে মানুষের কোন স্বাধীনতা নেই, বিএনপির ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একের পর এক গায়েবী মামলা দেওয়া হচ্ছে। সরকার সারা দেশকেই কারাগার বানিয়েছে। পত্রিকার স্বাধীনতাও খর্ব করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি যেখানেই সমাবেশ ডাকে সেখানেই আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে পাল্টা সমাবেশ দেয়। আজও তাদের কারণে কাংখিত জায়গায় সমাবেশ করা যায়নি। বিএনপি নেতার মুখ ফসকে একটি কথা বরে হওয়ায় তার বৃদ্ধা মাসহ পরিবারের লোকজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার জয়নগর মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক রেনজির আহমেদ টিটোসহ জেলার নেতৃবৃন্দ।