অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সিডনি লাকেম্বা লাইব্রেরি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক হায়দার আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি অস্ট্রেলিয়ার সাবেক যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুহুল আমীন, স্বাগত বক্তব্য রাখেন ড. মনিরুজ্জামান। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম নাফিসসহ অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হক বলেন, বিজয়ের মাসে বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য জিয়াউর রহমানের ১৯ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর আলোকে যে ২৭ দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে একটি দফা হলো- রেইনবো নেশন গড়ে তোলা। এই রেইনবো নেশনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তারেক রহমানের টেইক ব্যাক বাংলাদেশ গড়ার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি। উপস্থিত সকলকে এ লক্ষে সম্মিলিত ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *