কুড়িগ্রামে শীতের তীব্রতা কমেনি
কুড়িগ্রামে গত দুদিন ধরে তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে কিন্তু শীতের তীব্রতা কমেনি। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় মানুষ ভোগান্তিতে ছিল। সোমবার সকাল থেকে ঘন কুয়াশা ও মেঘে ঢাকা ছিল গোটা জনপদ।
সকালে স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জেলায় ১৪দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ঠান্ডার মাত্রা দিনভর ছিল। রোদের মুখ দেখতে না পেয়ে অতিরিক্ত ঠান্ডার কারনে কাজে যেতে পারেনি নিন্ম আয়ের শ্রমিক শ্রেণির মানুষজন।ফলে তারা পড়েছেন চরম বিপাকে।কাজ করতে না পেয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে এসব মানুষ। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে অনেক যান চলাচল করতে দেখা যায়। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হলেও আরো পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন বলে দাবি এলাকার শীতার্ত মানুষের।