তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ২৬

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। রবিবারও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরও তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় জনজীবন ব্যাহত হয়েছে।

প্রতিকূল অবস্থার কারণে অনেক এলাকায় জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের লোকজনও পৌঁছাতে পারছে না।

কোথাও কোথাও আট ফুটের মতো চওড়া তুষারের স্তুপ পড়ে গেছে। বিদ্যুৎ না থাকায় অনেককেই তীব্র শীতে কষ্টকর জীবন কাটাতে হচ্ছে। কোথাও কোথাও তাতে মানুষের জীবনে ঝুঁকিও বাড়ছে।
সবশেষ খবর বলছে, দুই লাখের বেশি মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। সব জায়গার খবর না পাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নতি করতে অনেক ইলেকট্রিক কোম্পানি জনগণকে বড় যন্ত্রপাতি না চালাতে বলেছে। পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে শক্তি সংরক্ষণ করতে বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *