দেশ গঠনে প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন: কাজী জাফরউল্লাহ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গঠনে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী অনেকগুলো মেগা প্রকল্প হাতে নিয়েছেন। এগুলোর অনেক প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনার অনন্য অবদান। যার সুফল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ পাচ্ছে। এ জন্য আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।
ভাঙ্গা সরকারি মাহবুবউল্লাহ কলেজ কর্তৃক কাজী জাফরউল্লাহকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টানা ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক এমপি কাজী জাফরউল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
সোমবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ মাঠে এক অনুষ্ঠানে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন। এ সময় ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিলুফার জাফরউল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আমার বাবা কাজী মাহবুবউল্লাহর প্রতিষ্ঠিত এই কলেজে অত্র এলাকার সাধারণ মানুষের সন্তানেরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।