নারীকে অপহরণের অভিযোগ

ফতুল্লার আলীগঞ্জে প্রকাশ্য দিবালোকে বাসা থেকে শারমিন আক্তার নামে এক নারীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটার দিকে ফতুল্লা থানার আলীগঞ্জ রেললাইন এলাকায়। এ ঘটনায় অপহৃত শারমিনের বড় বোন শাহিনুর বাদী হয়ে ঘটনার পরপর ফতুল্লা মডেল থানায় লেবার সর্দার বাছেদ সর্দারসহ তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগকারী মামলার বাদী অপহ্নত শারমীনের বোন শাহীনুর জানান, বাছেদ সর্দার এর আগেও দুটি বিয়ে করেছে। তার চারটি সন্তান ও দুই স্ত্রী রয়েছে। যা আমাদের কাছে গোপন করা হয়েছিল। আমার বোন তাকে স্বেচ্ছায় তালাক প্রদান করেছে। আর এই কারণেই বাছেদ সর্দার লোকজন নিয়ে এসে আমার বোনকে নামাজরত অবস্থায়, টেনে হিচড়ে ও অনেকটা বিবস্ত্র করে তুলে নিয়ে গেছে।
তিনি আরও জানান, তাদের বাবা একজন রিকশাচালক। সেই দরিদ্রতার সুযোগ নিয়েই বাছেদ সর্দার তাকে মিথ্যা প্রলোভন দিয়ে বিয়ে করেছে শারমীনকে । সাবেদ শারমীনকে অপহরণের সময় মারতে মারতে নিয়ে গেছে। এখন শারমীন কি অবস্থায় আছে বা কোথায় আছে আমরা জানি না। বেঁচেই আছে নাকি মারা গেছে তাও জানি না।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এএস আই সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত করে জানতে পেরেছি অপহৃত নারী বাছেদ সর্দার একাধিক বিয়ে করেছে। বাছেদ সর্দারের তৃতীয় স্ত্রী হচ্ছে শারমীন। তবে শারমীনের পরিবারের দাবী ২-৩ দিন পূর্বে বাছেদ সর্দারকে শারমীন ডিভোর্স দিয়েছে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপহৃত শারমীনকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। শারমীনকে উদ্ধার করার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *