বন্ধুত্ব গড়ে গরু ব্যবসায়ীর প্রায় ১৩ লাখ টাকা নিয়ে উধাও, অতঃপর…

গরু ব্যবসায়ী ইউনুস আলীর সাথে বন্ধুত্ব গড়ে অভিনব কায়দায় প্রায় ১৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ৬০ বছর বয়সী বৃদ্ধ ইঞ্জিল হক। পরে স্ত্রী-পুত্রসহ তাকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নেত্রকোনার দুর্গাপুর থানার আতকাপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় চুরি করে নেওয়া ১২ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ১২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামি ইঞ্জিলের দুই সহযোগী হলেন স্ত্রী রুমা বেগম (৪৫) ও পুত্র জুয়েল মিয়া (১৯)। মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে তাদের আটক করে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ।

জানা যায়, ইঞ্জিল হকের সাথে ইউনুস আলীর তিন মাস পূর্বে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গরুর হাটে পরিচয় হয়। সেও স্বল্পপুজির একজন গরু ব্যবসায়ী বলে জানায় ইউনুসকে। এ সূত্র ধরে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। আসামি প্রায়ই বাদী ইউনুস আলীর সাথে মোবাইলে কথাবার্তা বলতো এবং গরুর হাটে যাওয়ার সময় তাকে নিয়ে যাওয়ার আবদার করতো। ইউনুস আলী সরল বিশ্বাসে তাকে হাটে নিয়ে যেতো। ২৫ ডিসেম্বর রাত ১২টার সময় আসামি ইঞ্জিল হক গাজীপুর হতে ইউনুস আলীর ট্রাকে উঠে তার সাথে ঘুমায়। রাত ৩ টার দিকে আমুয়াকান্দা বাজারে এসে পৌছার পর রাত না পোহানোর কারণে ইউনুস আলী ও অন্যান্য বেপারীসহ আসামি ইঞ্জিল হক ট্রাকের বডিতে ঘুমিয়ে থাকে। পরে ভোর ৬টার সময় ইউনুস আলী ও অন্যান্য বেপারীগণ ঘুম থেকে সজাগ হয়ে দেখেন ট্রাকে ইঞ্জিল হক নাই এবং ট্রাকের বডিতে বিছানার নিচে রাখা ১২ লাখ ৭৫ হাজার টাকাও নাই। এ ঘটনায় ইউনুস আলী বাদী হয়ে ফুলপুর থানায় মামলা রুজু করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ও ১২ লাখ ১০ হাজার টাকা নগদ উদ্ধার করে।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *