বাঞ্ছারামপুরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরে আলম সিদ্দিকীর উপর হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মীর রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহরম আলী, চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম, ফরদাবাদ মুন্সি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল মণিসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

আহত প্রধান শিক্ষক নূরে আলম বলেন, গত ২১ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী লামিয়ার রেজাল্ট ঘোষণা না করায় উত্তেজিত হয়ে তার বাবা মঈনুল হোসেন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে আমার সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য আমাকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত নূরে আলমের উপর হামলাকারী মঈনুল হোসেনের দ্রুত গ্রেফতার দাবি করেন।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম মুঠোফোনে জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *