বিতর্ক-ব্যবসা সব বাদ দিয়ে ছুটিতে দীপিকা
শাহরুখ খানের সাথে পাঠান ছবিতে খোলামেলা পোশাকে হাজির দীপিকা। সেই নিয়ে চলছে নানা বিতর্ক। এদিকে বড়দিনে মুক্তি পাওয়া সার্কাস সিনেমাও প্রত্যাশিত আয় করতে পারছে না। তবে সে সবে হেলদোল নেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তিনি আছে ছুটির মুডে।
জীবনসঙ্গী রনবীর সিংকে নিয়ে নিজস্ব বাংলোতে ছুটি কাটাতে গেছেন এই তারকা দম্পতি।
রবিবার মুম্বাইর গেটওয়ে অফ ইন্ডিয়া চত্বরে দেখা যায় এই তারকা-দম্পতিকে। স্পিড বোটে করে দুই জনে গেছেন আলিবাগ শহরে। সেখানেই রনবীর-দীপিকার নিজস্ব বাংলো রয়েছে।
সময় পেলেই ওই বাংলোতেই সময় কাটাতে যান দীপিকা ও রনবীর। বোটে চাপার আগে পর্যন্ত দু’জনকে হাতে হাত রেখে এগিয়ে যেতে দেখা গেল।