বিমানের ড্রিমলাইনারের সঙ্গে ধাক্কা খেলো পাখি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের সঙ্গে পাখির (বার্ড হিটের) ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি জানান, যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে প্রথমে সিলেটে যায়, তারপর সিলেট থেকে ঢাকায় আসে। ঢাকায় আসার পর বেলা সাড়ে ১১টার দিকে বার্ড হিটের ঘটনা ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। তবে উড়োজাহাজটির কিছু ক্ষতি হয়েছে। দু-একদিনের মধ্যেই তা শনাক্ত করা হবে।
তিনি বলেন, ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণ করছে, একই সঙ্গে এটি মেরামতের কাজও চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *