বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ

বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, বৈশ্বিক যোগাযোগ বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে খেলাধুলা।

রোববার (২৫ ডিসেম্বর) ‘হামিদুর রহমান জাতীয় ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, খেলাধুলা হিসেবে শুটিং থেকে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে। তাই এর কার্যক্রম কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক না রেখে সারাদেশে ছড়িয়ে দিতে পারলে ভালো শুটার পাওয়া যেতে পারে।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শুটিং ক্লাবের ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিকেএসপি শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার-আপ হয়েছে। খবর: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *