মদনে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

দিনশেষে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পিছন থেকে দুবৃত্তের ছুরিকাঘাতে বাবুল চন্দ্র দাস (৪০) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ ডিসেম্বর) রাতে সাড়ে ১০ টার দিকে মদন উপজেলার পৌর শহরের ৪ নং ওয়ার্ডের হিন্দু পাড়া হরি মন্দিরের সন্নিকটে।

স্থানীয় মন্দিরের পুজারিরা চিৎকার শুনে আহত বাবুল চন্দ্রকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, ছুরি মেরেই ব্যাগে থাকা দোকানের টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারি। বাবুল চন্দ্র মদন পূর্ব বাজারের পাইকারি বিক্রেতা। তিনি ওই এলাকার মৃত হেমচন্দ্র দাসের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস প্রতিদিনের ন্যায় রবিবার রাতেও দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। শীতের রাত কিছুটা নির্জন থাকায় একাই ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি হরি মন্দিরের কাছে প্রায় ২০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে ছুরিকাঘাত হয়ে আহত হন। এসময় সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছুরিকাঘাতকারি। পরে মন্দিরে থাকা কয়েকজন এগিয়ে গিয়ে বাবুলকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কাউকে শনাক্ত করতে পারেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়েজিনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *