মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ডিএমপির ৭ নির্দেশনা

বুধবার দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটের দুই পাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। সোমবার গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে.এন.রায় নিয়তি।

ডিএমপি জানায়, এরই অংশ হিসেবে আশপাশের আবাসিক হোটেলগুলোতে নতুন বোর্ডার প্রবেশে নিষেধাজ্ঞা, এলাকার সব বৈধ অস্ত্রধারীদের অস্ত্র থানায় জমা নেওয়াসহ ৭ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এমআরটি-৬ নামে এই মেট্রোরেল। অনুষ্ঠানটি হবে উত্তরার সি-ওয়ান ব্লকের খেলার মাঠে।

ডিএমপির এক নির্দেশনায় বলা হয়, উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ী এলাকায় কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না। কোনো বাণিজ্যিক ভবনে ২৮ ডিসেম্বরে নতুন কোনো অফিস, দোকান ও রেস্তোরাঁ খোলা যাবে না।
এ ছাড়া উদ্বোধনের দিন মেট্রোরেলসংলগ্ন কোনো ভবনের বেলকুনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ ছাদে দাঁড়াতে পারবেন না। ওইসব এলাকার ভবন বা ফ্ল্যাটে ওই দিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না। আর মেট্রোরেলের দু’পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *