মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা বহিষ্কার

বরিশালের মেহেন্দিগঞ্জে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং যুবলীগ সভাপতিসহ ৫ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

পুলিশের হাতে গ্রেফতার এক অভিযুক্ত ডাকাত সদস্য লুন্ঠনের মাল ওই আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের ভাগ দিতে হয় বলে স্বীকারোক্তি দেয়ার পর রবিবার (২৫ ডিসেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃতরা হলেন- স্থানীয় দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছালাম দেওয়ান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শহিদ দেওয়ান, একই ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোশারেফ আকন, দলীয় কর্মী মো.বাচ্চু ও কাশেম দেওয়ান।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মো. কামাল উদ্দিন খান জানান, গত শুক্রবার নাইম নামে এক অভিযুক্ত ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে নাইম তার ডাকাতির কাজে সহযোগীতাসহ লুন্টনকৃত মালের ভাগ নেয়ার অভিযোগ করে ওই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দল থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *