রসিক নির্বাচন : ভুয়া প্রিজাইডিং অফিসার আটক
রংপুর নগরীতে লালটু নামে একজন ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দিয়ে রংপুর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদের সাথে পরিচয় হয়। সেই সাথে ভোটে সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। লালটু মিয়াকে সন্দেহ হলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি পুলিশকে জানায়। সোমবার দুপুরে পুলিশের পাতানো ফাঁদে পা দিয়ে লালটু মিয়া টাকা নিতে গেলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ওই ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।