রাজবাড়ী থেকে অস্ত্র-গুলি উদ্ধার
রাজবাড়ীর কালুখালী ভবানীপুর গ্রাম থেকে দুইটি বিদেশী পিস্তল, তিনটি ওয়ান শূট্যারগান, দুইটি পিস্তলের ম্যাগাজিন সাত রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড রাইফেলের গুলি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার রাতে ডিবির ওসি প্রাণবন্ধু বিশ্বাস অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রেসনোট সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ীর কালুখালী থানাধীন ভবানীপুরের আত্মসমর্পণকারী সন্ত্রাসী রবিনের নিজ বাড়িতে বসে ডাকাতির পরিকল্পনা গ্রহন করে পলাতক সন্ত্রাসী রবিনসহ ৩/৪জন সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে ডিবি পুলিশ। ডিবির ওসি প্রাণবন্ধু বিশ্বাসের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনার করেন। ভবানীপুর গ্রামের পৌঁছালে বিষয়টি টের পায় সন্ত্রাসীরা। এ সময় অস্ত্র-গুলি ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অস্ত্র-গুলি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডিবির ওসি প্রাণবন্ধু বিশ্বাস বাদি হয়ে অস্ত্র আইন কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হবে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, কালুখালী থানায় সন্ত্রাসী রবিনসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সকল আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।