সত্যিই কি ব্রাজিলের কোচ হচ্ছেন জিদান?

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ তিতে। অবশ্য, আগেও বলেছিলেন যে, ফল যাই হোক না কেন, তিনি বিশ্বকাপের পরেই দায়িত্ব ছেড়ে দিবেন। এখন একটাই প্রশ্ন, নেইমারদের দায়িত্ব নেবেন কে?

এরই মধ্যে বেশ কয়েকজনের নাম এসেছে এই তালিকায়। কার্লো অ্যানসেলোত্তি, হোসে মোরিনহোর সাথে ওই তালিকায় এবার যুক্ত হলেন ফরাসি সুপারস্টার জিনেদিন জিদানের নাম।

রবিবার ফ্রান্সের এক সংবাদপত্র জানিয়েছে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি দলের অন্যতম তারকার নাম নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে ব্রাজিল ফুটবল সংস্থা।
বিশ্বকাপের আগে জোর গুঞ্জন তৈরি হয়েছিল, আগামী বছর দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্স দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন তিনি। কিন্তু কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর দেশে ফিরলে দেমশকেই আবারও কোচ হিসেবে রেখে দেওয়ার কথা ভাবছে ফরাসি ফুটবল সংস্থা। প্রধানমন্ত্রী ইমানুয়েল মাকরন পর্যন্ত প্রকাশ্যে জানিয়েছেন, দেশমকে কোচ হিসেবে ভবিষ্যতে দেখলে ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত খুশি হবেন। ফলে নতুন কোনও নাম নিয়ে আর বেশি চিন্তাভাবনা করতে রাজি নন ফরাসি ফুটবল ফেডারেশন কর্তারা। অর্থাৎ জিনেদিন জিদানের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আর থাকছে না।

এদিকে, কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পরই তিতে দায়িত্ব ছাড়ার কথা জানালেও এখনও যোগ্য বিকল্প খুঁজে পায়নি ব্রাজিল। জানা গিয়েছিল, এএস রোমা দলের ম্যানেজার হোসে মোরিনহোকে কোচ করে নিয়ে আসার বিষয়ে আগ্রহী ব্রাজিল ফুটবল সংস্থা। কিন্তু তার নিজের দেশ পর্তুগালও নতুন কোচ হিসেবে পেতে চায় প্রাক্তন চেলসি ম্যানেজারকে। যদিও মোরিনহো জানিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে রোমার কোচিং দারুণ উপভোগ করছেন।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে সরে আসার পর ফুটবলের সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্নই হয়ে গেছে জিদানের। তাছাড়াও প্রাক্তন পিএসজি ম্যানেজার মৌরিসিও পোচেত্তিনো এবং প্রাক্তন চেলসি ম্যানেজার টমাস টুখেল রাজি রদ্রিগো, রিচার্লিসনদের দায়িত্ব নিতে। কিন্তু জিদান সম্পর্কে অন্য আবেগ কাজ করছে ব্রাজিল ফুটবল সংস্থার কর্তাদের। তারা মনে করেন, এই দলকে ২০২৬ বিশ্বকাপের আগে সেরা হিসেবে গড়ে তুলতে পারেন একমাত্র প্রাক্তন ফরাসি তারকাই।

ফুটবল বিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এক প্রতিবেদনে দাবি করেছে, এরই মধ্যে জিদান ব্রাজিলের কোচ হতে দেশটির ফুটবল ফেডারেশনের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সকল ডকুমেন্ট জমা দিয়েছেন।

তবে জিদান ব্রাজিলের কোচ হচ্ছেন কি না, সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি ব্রাজিল ফুটবল সংস্থার পক্ষ থেকে। এমনকি ফরাসি সুপারস্টার জিদানও এ বিষয়ে এখনও মুখ খোলেননি। এ বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের। সূত্র: ডেইলি মেইল, মার্কা, লেকিপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *