সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যার দিকে খোলপেটুয়া নদীর খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ ভেসে আসা ও নাম পরিচয়ের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।