সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে বিএনপি নেতা খুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় জুয়েল রানা জুন্নু (৪০) এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল রানা জুন্নু, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে জুয়েল রানা জুন্নু তার খালু একই গ্রামের আমির চাঁনের কাছে ৭৫ হাজার টাকায় জমি বিক্রি করেন। সে সময় আমির তাকে ৫০ হাজার টাকা দেন এবং ২৫ হাজার টাকা বাকি রাখে। সন্ধ্যায় সেই টাকার মধ্য থেকে ৫ হাজার টাকা খালুর কাছে চান জুন্নু। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে জুন্নুর বুকে সজোরে আঘাত করেন আমির চানসহ তার সহযোগীরা। এতে গুরুতর আহত হন জুন্নু। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আমির চাঁনসহ তার সহযোগীরা।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরির্দশক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *