হৃত্বিকের তুষার নৃত্য, তিনি এখন আছেন কোথায়?

বড়দিনের আমেজে হৃতিক রোশনকে দেখা গেল ইউরোপের দেশ সুইজারল্যান্ডে। বরফ বিছানো রাস্তার মধ্যেই ছাতা মাথায় বেরিয়ে পড়েছে এই বলিউড অভিনেতা অভিনেতা।

সাথে ছিল তার পরিবারের সদস্যরাও। দুই পুত্র রেহান আর রেদানও বাবার সাথে সেই ছন্দে পা মিলিয়েছে। সাথে আরও ছিলেন গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ।

সাবাও এখন পরিবারের একজন। হৃতিক যেখানে, তিনিও সেখানে। ছাতা মাথায় একসঙ্গে সেই মধুর পারিবারিক ছবি ঘুরছে নেটদুনিয়ায়। ফের চর্চায় অভিনেতা। কেউ কেউ বললেন, ‘এ বার তো বিয়েটা করে নিতেই পারেন।’
বড়দিনে সাবা আর দুই পুত্রের সঙ্গে ছবি ভাগ করে খুশিতে চনমনে হৃতিক সবাইকে শুভেচ্ছা জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *