অনুমোদন পেলো ব্রি উদ্ভাবিত ধানের নতুন ৩ জাত
জাতীয় বীজ বোর্ডের ১০৮তম সভায় অনুমোদন পেল ব্রি উদ্ভাবিত আরো তিনটি নতুন ধানের জাত। এর মধ্যে ব্রি ধান ১০৩ আমন মওসুমের, বাসমতি টাইপের সুগন্ধি জাত ব্রি ধান ১০৪ ও ব্রি হাইব্রিড ধান ৮ বোরো মওসুমের জন্য অবমুক্ত করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে জাতীয় বীজ বোর্ডের সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত সভায় এই জাতগুলোর অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরসহ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।