করোনার নতুন ভ্যারিয়েন্টের আশঙ্কা: বেনাপোল দিয়ে দেশে ফিরছে দ্বিগুণ যাত্রী
করোনার নতুন ভ্যারিয়েন্টের আশঙ্কায় সোমবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ মানুষ। ভারত ফেরত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাসহ বিভিন্ন অঞ্চলে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে শুরু করেছেন চিকিৎসা এবং ভ্রমণ ভিসার যাত্রীরা।
সোমবার ভারত ফেরত বেনাপোলের ব্যবসায়ী রাশেদুর রেজা রাজ জানান, তিনি কাশ্মীর বেড়ানোর ইচ্ছা নিয়ে ভারতে গিয়েছিলেন। কলকাতার মানুষের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, গত ৩ দিন ধরে স্বাভাবিকের তুলনায় ভারত থেকে বেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরছে। যাত্রীদের সাথে কথা বলে জেনেছেন, করোনা আতঙ্কের কারণে অনেকেই ফিরছেন। তিনি জানান, সংক্রমণ প্রতিরোধে বাড়তি কোনো নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখনও পাননি। তবে তারা সতর্কতা অবলম্বন করে যাত্রীদের সেবা প্রদান করছেন।