কাতার বিশ্বকাপের মিডিয়া সম্মাননা পেল ৭ প্রবাসী বাংলাদেশি

কাতার বিশ্বকাপের মিডিয়া সম্মাননা পেয়েছেন ৭ প্রবাসী বাংলাদেশি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে মাসব্যাপী সংবাদ পরিবেশন করায় হোস্ট কান্ট্রি মিডিয়া হিসেবে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা দিয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়া।

সম্মাননা প্রাপ্তরা হলেন ডিবিসি নিউজের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী, এখন টিভির আনোয়ার হোসেন মামুন, নিউজ টুয়েন্টিফোরের মামুনুর রশিদ, বাংলা টিভির আকবর হোসেন বাচ্চু, চ্যানেল টুয়েন্টিফোরের কাজী শামীম, আরটিভির ই এম আকাশ ও একাত্তর টিভির গোলাম মাওলানা হাজারী। গতকাল দোহার একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানের কর্ণধার জসিম উদ্দিন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তারা।

সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, শফিকুল ইসলাম তালুকদার বাবু, নুরুল কবির চৌধুরী, শাহ আলম, নুরুল আফছার বাবুল, নাজমুল হোসেন, এসপি সালাউদ্দিন, আব্দুল রাজ্জাক, শাহ আলম খান, আব্দুল জলিল, মাহবুবুর রহমান চৌধুরী, হাজী বাশার সরকার, খায়রুল আলম সাগর, এস কে শফিক, আজাদ চৌধুরী, বাবুল আহমেদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মোস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন শুধু আপনাদের নয়, পুরো বাংলাদেশের।প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরার পাশাপাশি ফিফার মত এতো বড় একটি আন্তর্জাতিক ইভেন্টে মিডিয়া হিসেবে কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি। সেই সঙ্গে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতায় দূতাবাস পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *