কালীগঞ্জে সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে বৃদ্ধাকে পিটিয়ে জখমের অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনেরা। এঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা।
জানা গেছে, কালীগঞ্জের আলোচিত আলামিন হত্যা ও পিবিআই পুলিশের উপর হামলা মামলার স্বাক্ষী রয়েছেন মনোয়ারা বেগমের একমাত্র ছেলে তরিকুল ইসলাম পলাশ। এই দুই মামলার আসামী পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। এ ঘটনার জের ধরে গত শুক্রবার বিকালে পৌরসভার আড়পাড়া এলাকায়সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, তার দুই ভাই ডাবলু ও লাবলু মিলে পলাশকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পলাশের বৃদ্ধা মা বাঁধা দিতে যায়। সেসময় প্রাণভয়ে পলাশ তাদের হাত থেকে পালিয়ে যায়। এতে উত্তেজিত হয়ে সাবেক মেয়র বিজু প্রথমে বৃদ্ধাকে কিল-ঘুষি মারতে শুরু করে। পরে লোহার রড় দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।
বৃদ্ধার মেয়ে চামেলী খাতুন জানান, বিষয়টি প্রতিবেশীরা মোবাইল ফোনে আমাকে জানায়। খবর পাওয়ার সাথে সাথে আমি আমার স্বামীর বাড়ি থেকে চলে আসি। আমার পর মাকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু সাবেক মেয়রসহ তার লোকজন মাকে হাসপাতালে নিতে বাঁধা দেয়। এরপর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে বাসায় চিকিৎসা করাচ্ছিলাম। এতে মায়ের অবস্থার অবনতি হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় মাকে হাসপাতালে ভর্তি করতে পেরেছি।
এ ব্যাপারে সকল অভিযোগ অস্বীকার করে সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু জানান, আমার প্রতিপক্ষরা রাজনৈতিক ভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহীম মোল্লা জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।